1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে : নুরুল ইসলাম : নয়ন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজশ্ব প্রতিবেদক

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

সোমবার (১৮ নভেম্বর) ময়মনসিংহে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় এ কথা জানান তিনি। সারা দেশে জেলা ও মহানগরভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সভা অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের রক্তভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটাবিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সাধারণ সম্পাদক বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস ও চাঁদাবাজিসহ কোনো প্রকার অপকর্ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে, যাতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট