1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

১৫ ই অগাস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে দেড় দশক আগে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করে রোববার এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে আপিল আবেদনের শুনানি করেন অতিরিক্ত অ্যটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, ২০০৮ সালের হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সরকার লিভ টু আপিল করেছিল। সেটা মঞ্জুর করে রায়টি স্থগিত করেছে আপিল বিভাগ।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ওই দিনটিকে [১৫ অগাস্ট] জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিল করা হয়। এরপর ২০০৮ সালে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট রায় দেয়, যেখানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আদেশ বাতিল করা হয়। এরপর থেকে দিনটি জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছিল।

সম্প্রতি হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। গত ১৩ অগাস্ট এ সরকারের সিদ্ধান্তে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ফের বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট