সুমন সেন চট্টগ্রাম
চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পি,ই, ডি,পি – ৪ প্রকল্পের এর চলমান কাজের অগ্রগতি ও সম্পন্ন করার শীর্ষক বিষয়ে এক মতবিনিময় সভা চট্টগ্রাম ডি, পি, এইচ, ই এর হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম,আবদুর রহমা।এতে আরো বক্তব্য রাখেন প্রকৌশলী গোলাম মোরশেদ, সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া, সহকারী প্রকৌশলী সৌরভ চক্রবর্তী, থানা শিক্ষা অফিসার ও সহকারী থানা শিক্ষা অফিসার যথাক্রমে পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার মুঃ আবদুল হামিদ,কোতোয়ালি থানা শিক্ষা অফিসার খন্দকার সখিনা বেগম,বন্দর থানা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়,ডবলমুরিং থানা শিক্ষা অফিসার মোছাঃ রিজুয়ারা বেগম,পাহাড়তলী থানা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ইসরাত জাহান,সহকারী থানা শিক্ষা অফিসার খালেদা পারভীন, সহকারী থানা শিক্ষা অফিসার চাঁন্দগাও শারমিন জাহান,সহকারী থানা শিক্ষা অফিসার কোতোয়ালি উম্রাচিং চৌধুরী, সহকারী থানা শিক্ষা অফিসার বন্দর লায়লা বিলকিস, সহকারী থানা শিক্ষা অফিসার পাঁচলাইশ লিপি বানী ঘোপ,পাহাড়তলী সহকারী থানা শিক্ষা অফিসার এস,আর,রাসেদ,সহকারী থানা শিক্ষা অফিসার কোতোয়ালি আবু তোরাব মোঃ হোসাইন, সহকারী থানা শিক্ষা অফিসার ডবলমুরিং মোঃ হারুন আল রশীদ,ঠিকাদার এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু), সৈয়দ সাজেদুল করিম সাজু প্রমূখ।