নিজস্ব প্রতিনিধি
রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ‘কমিশনার’স ফিস্ট’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম ।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪খ্রি.) রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশ সদস্যদের সাথে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। জুমার নামাজ শেষে রাজারবাগের সকল মেস পরিদর্শন করেন আইজিপি। তিনি শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে ফিস্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।