1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

ময়মনসিংহে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি “এই শ্লোগান ধারণ করে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ের নির্বাচিত জয়িতা সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা ৯ ডিসেম্বর বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন।আলোচনা শেষে জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খেলারআগলী অনন্তপুর এলাকার বাসিন্দা মৃত সাহেদ আলীর পুত্র জয়িতা মোছাঃ নূরজাহান বেগম তাঁর ৬ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করার কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন সকল সমস্যাকে উপেক্ষা করে অদম্য সাহস নিয়ে তিনি এগিয়ে যান।দুঃখ কষ্ট বাঁধা বিপত্তিকে বুকে ধারণ করে অদম্য সাহস ও শক্তির কারণেই তিনি সফল হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট