1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ১৫০ জন শীতার্ত জনসাধরনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।১২ ডিসেম্বর ২০২৪ তারিখ ১২:৪০ ঘটিকায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন ও ইউনিটের সকল সদস্য।

উল্লেখ্য, প্রতি বছর অত্র ব্যাটালিয়ন কর্তৃক ইউনিটের পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় লোকজনকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ও একই কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট