1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

হাতিয়ায় দোকানপাট পুড়ে নিঃস্ব ব্যবসায়ীরা ,নেই ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

১৩ ডিসেম্বর শুক্রবার  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরঘাসিয়ার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে জনতা বাজারের ৭টি দোকানে থাকা মূল্যবান মালামাল, নগদ অর্থ পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।স্থানীয়রা জানায়, শীত থাকায় চরের ব্যবসায়ীরা রাত ৯টার দিকে দোকান-পাট বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ৩টার দিকে জনতা বাজারের আশপাশের লোকজন বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।কিন্তু সেই চেষ্টা কোনো কাজে আসেনি। মুহুর্তেই আগুনে বাজারের একটি ফার্মেসী, একটি মুদি ও বিভিন্ন মালামালের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় মো. সুজন নামের একজন বাসিন্দা জানান, এটি বিচ্ছিন্ন চর হওয়ায় যাতায়ত ও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনার পর পর বেশি মানুষ এগিয়ে আসতে না পারার কারনে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। চরে বিদ্যুৎ, ফায়ার সার্ভিস কিছুই নেই।আগুনে যে পরিমান ক্ষতি হয়েছে এতে সরকারি সহযোগিতা ছাড়া চরের ব্যবসায়ীদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট