সুমন সেন চট্টগ্রাম
পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটন উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করবে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসন। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে গতকাল শনিবার তিন সংস্থার প্রধান ও উর্ধতন কর্মকর্তারা পতেঙ্গা সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম,জেলা প্রশাসক ফরিদা খানম,গত শনিবার সকাল ৯ টায় রিং রোড ও পতেঙ্গা সী বিচের আশেপাশে ৬ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস,নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ,উপ- প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনছারী,সিষ্টেম এনালিস্ট মোস্তফা জামাল,উর্ধতন স্থপতি গোলাম রাব্বানী চৌধুরী, সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ তৌহিদুল ইসলাম, সচিব মোঃ আশরাফুল আমিন, মেয়র মহোদয়ের সহকারী একান্ত সচিব মোঃ মারুফুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব ও সংগঠক আলহাজ্ব এজাজ আহমেদ চৌধুরী আরজু ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। সিডিএ জানায় পতেঙ্গা সী বিচ ও আশপাশের এলাকাগুলোর পর্যটন উন্নয়ন প্রকল্পগুলো সাম্প্রতিক সময়ে সময়ে নেওয়া হয়েছে। এছাড়া ও ২২ একর জমিতে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পের বিকাশে মাষ্টার প্ল্যান অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারে একটি সম্বিলিত কমিটি গঠন করা হবে। এই কাজ দ্রুত বাস্তবায়নে চসিক মেয়র ও জেলা প্রশাসক সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।