1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে
 মোহাম্মদপুর বেড়ীবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আংশগ্রহণকারী মো: ইমরুল কায়েস ফয়সাল (২৯) কে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি মাহমুদুল হাসান (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:০০ ঘটিকায় রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ ও মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মোহাম্মদপুর বেড়ীবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। মামলার বাদী মো: ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে উক্ত ঘটনায় বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন ইমরুল।
ডিবি-লালবাগ সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আজ রাত ০১:০০ ঘটিকায় মাহমুদুল হাসানকে ফার্মগেট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট