1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

হামলার মামলায় কুড়িগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক-৫

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ‌ পাঁচ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, নিজ নিজ বাড়িতে পৃথক অভিযানে চিলমারী উপজেলায় চার আওয়ামী লীগ নেতা‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ। আজ শ্রমিকলীগ নেতা  আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল দিনভর অভিযান চালায়।  আটককৃতরা হ‌লো- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস্য হাফিজুর রহমান।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট