1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) রাত থেকে এ হামলা শুরু হয়। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্য সৌদি আরবে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। এরই মধ্যে শুক্রবার ভোররাতে পূর্ব ইউরোপের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার তথ্য মতে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে রাশিয়ার হামলায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে তিরস্কার করার পর ডোনাল্ড ট্রাম্প কিয়েভে মার্কিন সহায়তা স্থগিত করে দেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের সাথে অকপটে ডিল করা আমার কাছে আরো কঠিন মনে হচ্ছে। তাদের কাছে কার্ড নেই। রাশিয়ার সাথে ডিল করা হয়ত সহজ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট