মোহাম্মদ আসিফ খোন্দকার
চট্টগ্রাম, ১২ মার্চ ২০২৫: বাংলাদেশ রেলওয়ে এর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গ্যা এর নেতৃত্বে চট্টগ্রামের ঝাউতলা আবহাওয়া অফিস সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের মাস্টারপ্ল্যানভূক্ত ২৮ নং প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।এ অভিযানে, মাস্টারপ্ল্যানভূক্ত ২৮ নং প্লটের অবৈধ দখলদার গুলিকে উচ্ছেদ করে, বিদ্যমান স্থাপনা সিলগালা করা হয়েছে এবং রেলওয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।এছাড়াও, ইজারা বহির্ভূত রেলভূমি থেকে অবৈধভাবে স্থাপিত ৬০০ বর্গফুট আয়তনের একটি ব্যাটারি চালিত রিকশা চার্জিং স্টেশন ভেঙে উচ্ছেদ করা হয়েছে।
এভাবে, মোট ৭৫০ বর্গফুট রেলভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে রেলওয়ের উন্নয়ন কাজে ব্যবহৃত হবে।অভিযান চলাকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর খুলশি থানা পুলিশ ফোর্স সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে।এ অভিযানের মাধ্যমে রেলওয়ের মূল্যবান সম্পত্তি রক্ষা করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।
ভিডিও লিংক:
https://facebook.com/61568399379697/videos/1134443948477224/