1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ১৭ রমজান বদর দিবস। মুসলিম উম্মাহর জন্য একটি অনুপ্রেরণাদায়ক দিন। হিজরী ২য় বর্ষে বদরের ময়দানে রাসুলুল্লাহ (সাঃ) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুজাহিদ হাজার হাজার সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেন। এ যুদ্ধে মুসলমানদের তেমন কোন হাতিয়ার ছিল না। এ বিজয়ের মূল হাতিয়ার হলো মুসলিম উম্মাহর ঈমানী চেতনা। ঈমানের বলে বলীয়ান হয়ে সেদিন মুসলমানগণ নিজেদের সঁপে দিয়েছেন। আল্লাহর কাছে এ ঈমান এতই প্রিয় ছিল যে, সেদিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের বিজয় দান করেছিল। বদরের বিজয় বাতিলের বিরুদ্ধে সম্মুখ সমরে মুক্তির প্রথম সোপান। বদরের বিজয় ইসলামী বিপ্লবের প্রথম সূতিকাগার।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ প্রমুখ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট