1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

জামাল খান ওয়ার্ড ছাত্রদলের সভায় বিএনপি নেতা নিশাদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

সুমন সেন চট্টগ্রাম

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসান ঘটেছে
জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি আজ তারই সন্তান তারেক রহমানের নেতৃত্বে এদেশে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসান ঘটেছে। ১৯৭১ সালে শহীদ জিয়া এদেশের স্বাধীনতা এনেছিলেন, তেমনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে ১৯৯০ সালে বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসেন। আজ তারেক রহমানের নেতৃত্বে সকল গণতন্ত্রকামী মানুষ এদেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ২১নং জামাল খান ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ রিফাতের সভাপতিত্বে ও শাহরিয়ার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে কোতোয়ালী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার গঠনে ছাত্রদলের নেতাকর্মীদের অতীতের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যে কোন মূল্যে সুসংহত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম, ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান,কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক এয়াকুব আলী জুয়েল

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক সালাম তালুকদার, কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ফয়সাল, যুগ্ম আহ্বায়ক আহমেদ সেতাব, শাহাদাত হোসেন নাবিল।

সভায় উপস্থিত ছিলেন, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু নাছের পেয়ারু, হারুনুর রশিদ, দোলন দাশ, সুলতান শাহ, নুরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদল নেতা আবিদ আহমেদ, মাহাদি হাসান চৌধুরী, মুনতাসির নকিব, আব্দুল আলী রাব্বি, মোহাম্মদ অভি,মোঃ অনিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট