চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) জনাব, মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী রফিক আহাম্মদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সাফিউল ইসলাম, ডবলমুরিং অভিযান টিমের অফিসার এসআই/ রবিউল হোসেন আসামী- রতন দে (৪৫), পিতা-মৃত সুবাস দে, মাতা- নমিতা দে, স্থায়ী সাং-উত্তর পদুয়া, জমিদার টিলা (সাধন মাস্টারের বাড়ী), ০৪ নং ওয়ার্ড, পো:- উত্তর পদুয়া, ১০ নং পদুয়া ইউনিয়ন, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্রগ্রাম, বর্তমান- মধ্যম হালিশহর, আনন্দবাজার, চান্দারপাড়া, কবরস্থানের পাশে, মমতাজ কলোনী, থানা-বন্দর, চট্রগ্রামকে ইং ১৯/১১/২৪ তারিখ আনুমানিক ০৯.৪৫ মিনিটে দেওয়ানহাট ব্রীজের নিচ হতে ১০ লিটার চোলাই মদ সহ আটক করেন। অত্র থানার মামলা নং-১৩(১১)২৪), ধারা- ৩৬ (১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।