1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

জাসাসের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ২৯ নভেম্বর ।। সফল করতে প্রস্তুতি নেওয়ার আহ্বান।।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি। জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ২৯ শে নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় অনুষ্ঠিত জাসাসের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উপলক্ষে জাসাস চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
জাসাস চট্টগ্রাম সাংগঠনিক টিম -২ এর সমন্বয়ক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক,জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন ভার্চুয়ালি যোগ দেন।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মুসা বাবলু, দক্ষিণ জেলার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জাসাস নেত্রী নাজমা সাঈদ, বিএনপি নেতা আলি আজম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, দক্ষিণ জেলার সদস্য নাসির উদ্দীন,রাঙ্গামাটি জেলা সভাপতি কামাল হোসেন, কক্সবাজার জেলা সভাপতি আরাফাত সাইফুল আদর,চট্টগ্রাম মহানগর জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, সৈয়দবক্তারা জিয়াউদ্দিন,শাহাদাত খন্দকার, আইয়ুব খান,আমানুল্লাহ চৌধুরী বাবলু,আশরাফ আলী, খন্দকার সাইফুল ইসলাম, মহিউদ্দিন মহিন,ফজলুল হক মাসুদ,নজরুল ইসলাম তুহিন,মেসকাত হোসেন,জাসাস নেতা মহিউদ্দিন জুয়েল,আবুল কালাম,উত্তর জেলা জাসাস নেতা জসিম উদ্দিন তালুকদার, সাংবা‌দিক আমিনুল হক রিপন, মোহাম্মদ সালাউদ্দিন,শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া,জহির হোসেন, নাহিদা আক্তার নাজু, রিপন ভান্ডারী প্রমূখ্য।
সভায় বক্তারা বলেন ৩১ দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায়, যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণি-পেশার মানুষের।
বক্তারা দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় জাসাস নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া ৩১ দফার আলোকে জনগণের মন জয় করতে জাসাস নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রান্তিক পর্যায়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট