চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম চকবাজারস্থ গুলজার টাওয়ার সংগঠনের অস্থায়ী কার্যালয় “প্রসিড অন”এ আজ ২৩/১১/২৪ ইং রোজ শনিবার সন্ধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটি কর্তৃক বৃত্তি পরীক্ষা-২৪ ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদিকা লায়ন
লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য,প্রযুক্তি বিষয়ক সচিব মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এম এ মতিন,সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, প্রচার সম্পাদক সুপলাল বড়ুয়া, বিভাগীয় সাহিত্য সংস্কৃতি সম্পাদক অর্পন বড়ুয়া,সদস্য ইয়াসমিন বেগম,শিউলী বড়ুয়া সহ প্রমুখ।
প্রধান অতিথি বর্তমান শিক্ষা ব্যবস্থা,আগামীর সম্ভবনা ও শিক্ষকদের করণীয় কি সে বিষয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন।তিনি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষা মানুষকে ভালো মন্দ,সত্য,মিথ্যার পার্থক্য ভাল ভাবে বুঝিয়ে দেয়। এক কথায় শিক্ষা ও শিক্ষক মানুষকে নবজন্ম দেয়। আগামী বৃত্তি পরীক্ষায় সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
সভাপতি সবাইকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার জন্যে ও আলোচনা সভাকে সুন্দর ও সার্থক করায় ধন্যবাদ জানান।