1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

জামালপুরের দুই মামলায় সাবেক এমপি আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুইটি মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক মূখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মূখ্য সমন্বয়ক এবং  জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

বিকালে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামালপুর আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন।

আইনজীবীরা জানান- নাশকতা পরিকল্পনার দুইটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শোন এরেস্ট দেখায় আদালত। এরপর জামিনের জন্য আবেদন করে আসামী পক্ষের আইনজীবীরা। পরে জামিন শুনানীর জন্য পরবর্তী একটি দিন ধার্য করে আদালত।

তবে এই দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামী আবুল কালাম আজাদ জামালপুরে ছিলেন না বলে দাবি করেছে আসামী পক্ষ। আর রাষ্ট্রপক্ষ বলছে- রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সকল তথ্য।

এডভোকেট আমান উল্লাহ আকাশ। আসামী পক্ষের আইনজীবী। 
এডভোকেট আনিছুজ্জামান। রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে করা দুইটি মামলার আসামী হয়েছেন আবুল কালাম আজাদ।  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট