1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

বিমানবন্দর রেলস্টেশনে সচিব, আইনের আওতায় কনস্টেবলসহ ৩

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। পরিদর্শনকালে অনিয়মের সঙ্গে জড়িত থাকায় একজন কনস্টেবল, একজন অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রেলপথ আকস্মিকভাবে পরিদর্শনে যেয়ে এ ব্যবস্থা গ্রহণ করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব।
পরিদর্শনকালে স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন তিনি। এসময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ৭৪৩নং আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নং-গ —তে ছয়জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করেন। ওই যাত্রীদের ভাষ্যমতে তাদেরকে ট্রেনে কর্তব্যরত একজন কনস্টেবল টাকার বিনিময়ে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দেন। কর্তব্যরত ওই কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়।
এছাড়াও, ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। বিনা টিকিটে শনাক্তকৃত যাত্রীদের জরিমানাসহ টিকিট (ইএফটি) প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ইমরান সেন্টু ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়।
একইসঙ্গে, অনবোর্ড সেবাপ্রদানকারী ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান দুটিকে পরবর্তী কার্যদিবসে কারণ দর্শানোর (শোকজ) জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, কর্তব্যরত অভিযুক্ত জিআরপি কনস্টেবলকে ট্রেনটির যাত্রাকালেই ময়মনসিংহ রেলস্টেশনে জিআরপি থানায় নামিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট