1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ঢাকা শহর যানজটে ডাল খিচুড়ি রূপে পরিণত।।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

বাংলাদেশে ঢাকা শহরে প্রায় জায়গায় যান জোট। বিশেষ করে ঢাকা দক্ষিনে বিভিন্ন স্থানের যানজট দেখা গেছে।

যেমন, নয়াবাজার, ইংলিশ রোড, বা জংশন রোড,রথখোলা নবাবপুর রোড, হইতে গুলিস্তান পর্যন্ত, এবং বাবুবাজার ব্রিজ হইতে বংশাল রোড থেকে গুলিস্তান পর্যন্ত সর্বক্ষেত্রে সারিবদ্ধভাবে গাড়ির যানজট এর পূর্বের চিত্র কদমতলী চৌরাস্তা হইতে ফ্লাইওভার উপরে দীর্ঘদিনের যানজট, বর্তমানে এই যানজট দৈনিক সংগী, এবং গুলিস্তানের পূর্বেও বিজয়নগর, পল্টন শাহবাগ, ইত্যাদি এলাকায় যানজট মানুষকে এর চরম দুর্ভাগ্য হতে হচ্ছে। বিশেষ করে কদমতলী হইতে একটি মাত্র ফ্লাইওভার থাকার কারণে তিন হতে চার ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় যাত্রীকে।

দক্ষিণাঞ্চল হইতে যে গাড়িগুলো অর্থাৎ দূর-পাল্লার পরিবহন ঢাকা শহরে প্রবেশ করে, সেটা কদমতলী ও পোস্তগোলা ব্রিজ হইতে গাড়িগুলো প্রবেশ করে।

সাভার আমিন বাজার হইতে যে গাড়িগুলো আছে সেটিও দূরপাল্লার গাড়িগুলো ঢাকা শহরে প্রবেশ করার কারণে অসংখ্য যানজটের হিসেবে কিছু সংখ্যক লোক মত পোষণ করেছেন।

এই যানজটে মিনি বাস, হোন্ডা, সিএনজি, সাধারণ প্রাইভেটকার, ইত্যাদি কেউ নিস্তার পায়নি। বাংলাদেশের বেশিরভাগ দূরপাল্লার পরিবহন ঢাকা শহরে প্রবেশ হওয়ার কারণে এবং যার নির্দিষ্ট গাড়ি রাখার স্থান না থাকার কারণে, এই যানজটের ভোগান্তির শিকার হচ্ছে সমগ্র ঢাকাবাসী।

তাই কিছু বিশিষ্টজনের মতামত দূরপাল্লা পরিবহনকেনির্দিষ্ট স্থান পর্যন্ত সীমাবদ্ধ রাখা দরকার। এবং পরবর্তীতে আভ্যন্তরীণ পরিবহন দ্বারা ঢাকা শহরে প্রবেশ করবে যার কারণে কিছু গাড়ির সংখ্যা কম হয়ে যাবে।

বাংলাদেশের জনগণ বিশেষ করে বিগত সরকার সাঈদ খোকন, ও তাপস, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের। কেউ যানজটের সমাধান করতে পারেন নাই।

বর্তমান অন্তবর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা নিকট বিনীতভাবে অনুরোধ, বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে ঢাকার বাসিন্দারা এর পরিত্রাণ চায়।

এবং নির্দিষ্ট স্থানে গাড়ি থামানো নির্দিষ্ট স্থানে হইতে প্যাসেঞ্জের কে গাড়িতে উত্তোলন করা বা গাড়িতে উঠানো হইলে এই দুর্ভোগ হইতে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে।

বিশেষ করে ফুটপাতে দোকান ও বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং অবৈধভাবে রাখার কারণে রাস্তা সংকীর্ণতা হয়ে গেছে, সব মিলিয়ে ঢাকা শহর একটা ডাল খিচুড়ি রূপে রূপান্তরিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা মানুষকে দুর্ভোগ পোহাতে হয় যানজটে, নিরসনের জন্য সঠিক নিয়মাবলির প্রয়োগ করতে হবে। এবং এটা অসম্ভব কোন কিছু নয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট