1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ০৬ জন জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/জসীম উদ্দিন, এসআই/ রাশেদুল ইসলাম, এএসআই/আনছারুল করিম, এএসআই/গোলাম কিবরিয়া, এএসআই/সুজন কুমার দাস, নারী কং/২০৬৬ রোমানা আক্তার, নারী কং/৩০৩৯ শান্তা আক্তার সহ অদ্য ১১/১২/২০২৪ তারিখ চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। জিআর-৩১৯/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আবদুল মাবুদ (৫৩), পিতা-মৃত আবদুল মজিদ, মাতা-মাসুদা বেগম, সাং-ভাই ভাই কলোনী, সিএন্ডবি রোড, মৌলভী পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ২। জিআর-৫২১/২৪ (চান্দগাঁও) মূলে আসামী আঁখি আকতার লিজা, পিতা-আবুল কালাম আজাদ, সাং-শেখ আহাম্মদের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। জিআর-৩৩৪/২০ (চান্দগাঁও) মূলে আসামী রোজি আকতার (৪৪), পিতা-বশির আহমদ, মাতা-নুর বানু, সাং-কলা খাইয়ার বাড়ী, গোলাম আলী নাজির পাড়া, খলিফা পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। জিআর-৩২৫/২৪ (চান্দগাঁও) মূলে আসামী সাজেদা আক্তার (৩৫), পিতা-আবদুল মোতালেব, মাতা-রেজিয়া বেগম, সাং-আবদুল মোতাবের বাড়ী, বাড়ই পাড়া, ডাকঘর-চান্দগাঁও-৪২১২, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। শিশু মামলা নং-৬৩/২০২৪, চান্দগাঁও-১৪(১)২৪, জিআর-১৪/২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ মূলে আসামী মোহাম্মদ মাসুম (১৬), পিতা-মোহাম্মদ আলম, সাং-সিএন্ডবি, বাদামতল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। ননজিআর-১৬৮৮/২০১৩ (চান্দগাঁও), ধারা-১০৭/১১৭ (সি) মূলে আসামী মোঃ হাবিব (৩০), পিতা-জহির আহামদ, সাং-পঃ মোহরা, গোলাপের দোকান, কানুর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট