1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নারীদল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ার ক্লাং শহরে ১৫-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার সব ম্যাচই অনুষ্ঠিত হবে বায়ুয়েমাস ক্রিকেট ওভালে।

ছয় দলের এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল (বাছাইপর্বের দল), পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‌‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল।

বাংলাদেশ দল আগামীকাল সকালে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে। ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর পরের দিনেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়ারিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সেবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট