ব্যবহারিক পরীক্ষায় দুই দফায় কার্য-উপযোগী না হওয়া সত্ত্বেও তৃতীয় দফায় পরীক্ষার নামে প্রায় ৭ হাজার লিটার কুলিং এজেন্ট (ইঞ্জিন ঠান্ডা রাখা ও মরিচারোধী কেমিক্যাল) রেলওয়েকে গছিয়ে দেওয়া হচ্ছে।
চাপ প্রয়োগ এবং মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে তৃতীয় দফায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের এই কেমিক্যাল গছানোর সব প্রক্রিয়া সম্পন্ন। ভারত থেকে আমদানি করে এ কেমিক্যাল রেলওয়েকে সরবরাহ করেছে লাকি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। পরীক্ষায় অনুপযোগী হওয়া এসব কেমিক্যাল ব্যবহার করা হলে রেলের কোটি কোটি টাকার ইঞ্জিন নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।