1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ইজতেমা ময়দান ছেড়েছেন সাদপন্থীরা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে বুধবার সংঘর্ষের পর সরকারের নির্দেশনায় ইজতেমা ময়দান ছেড়েছেন মাওলানা সাদপন্থীরা।
বুধবার ঢাকায় সরকারের পাঁচ উপদেষ্টা ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারীদের ইজতেমা ময়দান ত্যাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বুধবার বিকেল তিনটা থেকে ইজতেমা ময়দান দখলে রাখা মাওলানা সাদপন্থীরা গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। তারা বাস, ট্রাক ও ব্যক্তিগত বাহনসহ বিভিন্ন যানবাহনে করে ময়দান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করে ২০ ডিসেম্বর থেকে তাদের পাঁচ দিনের জোড় ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সরকারি সিদ্ধান্তে তারা বুধবার বিকেল থেকেই ময়দান ত্যাগ করতে থাকেন। রাত ৯টার মধ্যেই পুরো ইজতেমা ময়দান খালি করে মাওলানা সাদ অনুসারীরা ময়দান ত্যাগ করে গন্তব্যে চলে যান। ময়দান ত্যাগ করার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদ অনুসারীদের নিরাপত্তা দেয়।
জানা গেছে, ইজতেমা ময়দানের ভেতরে হোগলা, চাটাই, বাঁশসহ বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইজতেমা ময়দানের প্রবেশ গেটসমূহ তালাবদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কাউকে ইজতেমা ময়দানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যম কে জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ইজতেমা ময়দান এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা বিধানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট