1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

ফ্যাসিজম তৈরি করা হয়েছে আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে বক্তারা। ২৭ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনিক অনেক সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘খুব সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের বক্তব্যে শুনতে পাচ্ছি যে তাঁরা একধরনের হুমকি দিচ্ছেন। এটার একটা সাহস পেয়েছেন বিগত সময়গুলোতে। আমরা দেখেছি, আমলাদের কীভাবে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে (রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা) বক্তব্য দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। দুই দিনের সংলাপের প্রথম দিন ছিল গতকাল।

বিভিন্ন ক্যাডারের চলমান আন্দোলন প্রসঙ্গে সংলাপে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যাঁরা এ রকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমলাদেরও আমরা বলছি যে এখন সময় জনগণকে সময় দেওয়ার। আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা (রূপান্তর), সেটাকে সঠিকভাবে করতে সহায়তা করা। আন্দোলন-আন্দোলন খেলা কিংবা তাঁদের গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি।’রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে, সেই সংস্কারে তাঁদের (আন্দোলনকারী সরকারি কর্মকর্তারা) কথাও শোনা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একটা সংস্কারের মত আসলেই তাঁরা যে রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখিয়েছেন, মনে করি এটা তাঁদের নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তাঁরা বিধিগতভাবে লঙ্ঘন করেছেন। দ্বিতীয়ত, বিগত রেজিমের (শাসনব্যবস্থা) যেসব আমলা লুকিয়ে আছেন নানাভাবে এখনো, তাঁদেরও আমরা চিহ্নিত করেছি। বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তাঁদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিগত রেজিমের মৌলিক সমস্যার জায়গাটা ছিল ক্ষমতা হস্তান্তরপ্রক্রিয়া। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে, সেসব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্বাচনকালে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় একটা টেনশন তৈরি হয়। সামনের যে বাংলাদেশ, সেখানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিকভাবে হয়, সেটি করার চেষ্টা করছেন তাঁরা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, শান্তিপূর্ণ বা প্রাতিষ্ঠানিক করা যায়, সেটা আমাদের প্রধান একটা এজেন্ডা। নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহা হওয়া প্রয়োজন যে এরপর যে সরকার আসবে, তাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কী হবে?’

ক্ষমতা হস্তান্তরপ্রক্রিয়াসহ কিছু সুনির্দিষ্ট বিষয়ে ঐক্য সব সময় ধরে রাখতে হবে বলে মনে করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশনীতিতে ঐকমত্য প্রয়োজন। রাষ্ট্রের একক বিদেশনীতি থাকবে। বাংলাদেশের ইতিহাসে দেখা যায়, একেক দল এলে বৈদেশিক নীতি একেক রকম হয়ে যায়। একদল এলে ভারতমুখী সরকার হয়, আরেক দল এলে সেটা ভারতবিরোধী বা অন্য দেশমুখী সরকার—এভাবে পোর্ট্রেট (চিত্রিত) হয়। বিদেশনীতিও নতুনভাবে চিন্তা করা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতিবিষয়ক নীতির বিষয়েও একধরনের ঐকমত্য প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট