বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনূছ বলেছেন, এই ইফতার মাহফিল আমাদের মাঝে ঐক্য, সহানুভূতি এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের অনুভূতি সৃষ্টি করে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামী মূল্যবোধ, ন্যায়, সাম্য, এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হবে। আর ইসলামী হুকুমত জারি হলে সকলের ন্যায়বিচার, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত হবে।
চকবাজার থানা ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড ইমারতের সদস্য বৈঠক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী সভাপতিত্বে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড ইমারতের সেক্রেটারি হায়াত উল্লাহ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার ও ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড ইমারতের নায়েবে আমীর আব্দুর রাকিব প্রমুখ।