1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন

আরসার প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার, ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ জন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

এরপর আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার দুটি মামলা করে। গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট