ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর মহিলা এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষিকা আয়েশা পারভিন, মহানগরীর শূরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।
এতে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরাইল। পবিত্র মাহে রমাদানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের উপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরাইলের এই হামলা বন্ধ করতে হবে। অতিদ্রæত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
মুসলিম উম্মাহর কাছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি। কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না। ইসরাইলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে অসভ্য ও সন্ত্রাসী গোষ্ঠী। তাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, থাকতে পারে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গোপনে ইসরাইলি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। অনতিবিলম্বে সেই নিষেধাজ্ঞা বর্তমান সরকারকে আবারও পুনর্বাহল করতে হবে।
বক্তারা আরও বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ জাগ্রত করতে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। দেশে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছরেও ব্রিটিশদের কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বলবৎ রাখা হয়েছে। মানুষকে মানবিকতা শিখাবে এমন কোনো শিক্ষা ব্যবস্থা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি। নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মহিলা জামায়াতের প্রাক্তন সেক্রেটারি জোবেদা মোহসিন, অঞ্চল দায়িত্বশীলা মেরিনা সুলতানা, অঞ্চল সহকারী রায়হান জামিলা, দক্ষিণ জেলা সেক্রেটারি গুলশান হোসাইন প্রমুখ।