চাঁটগা নিউজ ডটকম এ ২৩ মার্চ ২০২৫ তারিখে “টাইম কিপার বকুল আর কত অপরাধ করলে ব্যবস্থা নেবে রেল” শিরোনামে প্রকাশিত সংবাদটি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন টাইম কিপার বকুল। তিনি এই সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করেছেন।
সংবাদটি তার বিরুদ্ধে অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতির ভয় দেখিয়ে বেতন কেটে নেওয়া, রেলওয়ের মালামাল চুরিতে সহায়তা করা এবং সরকারি বাসায় মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ তুলে। তবে বকুল অভিযোগ করেছেন যে, এই সমস্ত বিষয়ে বাংলাদেশ রেলওয়ের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী, কিংবা তার বাসার আশেপাশে বসবাসকারীদের পক্ষ থেকে কখনোই কোনো অভিযোগ করা হয়নি।
প্রতিবাদে বকুল আরও বলেন, “এ সংবাদটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। প্রতিবেদক একপেশে এবং মনগড়া সংবাদ প্রচার করে আমাকে সামাজিকভাবে এবং কর্মস্থলে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে এমন তথ্য পরিবেশন করেছে।”
তিনি সকলকে অনুরোধ করেছেন, সংবাদটি পড়ার পর তার বিরুদ্ধে কোনো প্রকার খারাপ ধারণা বা সিদ্ধান্তে না আসার জন্য। বকুল সংবাদটির তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন এবং সংবাদটি নিয়ে তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।