1. info@www.aktv24.net : NEWS TV : NEWS TV
  2. info@www.aktv24.net : 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰 :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

হোদেইদা প্রদেশে মার্কিন হামলায় নিহত ৪

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার জানিয়েছে, হোদেইদা প্রদেশে রাতের বেলায় বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এই ঘটনার জন্য বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সানা থেকে এএফপি এ খবর জানায়। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এর আগে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন উল্লেখ করে বলেছেন, হোদেইদা গভর্নরেটে ওয়াটার ম্যানেজমেন্ট ভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। ওই হামলায় চারজন শহীদ ও তিনজন আহত হয়েছেন। হুতি মিডিয়া হোদেইদায় পানির অবকাঠামো ও হাজ্জার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে তিনটি হামলাসহ ইরান-সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একাধিক মার্কিন হামলার খবর দিয়েছে। গ্রুপটির উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি সাদায়ও হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব হামলার বিষয় নিশ্চিত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বুধবার ভোরে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দলটি ‘২৪ ঘন্টার মধ্যে তৃতীয়বারের মতো’ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ‘হুতিদের বিরুদ্ধে দুই শতাধিক সফল হামলা’ হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জানুয়ারিতে যুদ্ধবিরতি পর্যন্ত বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের দাবিতে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজ ও ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায়। যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর গাজায় ইসরাইলের সাহায্য প্রবেশ অবরোধের বিরুদ্ধে হুতিদের জাহাজগুলোয় পুনরায় আক্রমণ শুরু করার হুমকির পর নতুন করে মার্কিন হামলা শুরু হয়।হুতিদের হামলার ফলে বিশ্বের প্রায় ১২ শতাংশ জাহাজ চলাচলকারি গুরুত্বপূর্ণ রুটটি অকেজো হয়ে পড়ে। এতে অনেক কোম্পানি দক্ষিণ আফ্রিকার প্রান্তে ব্যয়বহুল পথ অতিক্রম করতে বাধ্য হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝗔𝗞 𝗧𝗩 𝟮𝟰-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যোগাযোগ: 01613414282 ইমেইল: ‍aktv24.net@gmail.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট